PassiveFreelancer® - Launch yourself as a Business

ক্যারিয়ার রিসার্চ, পার্সোনাল ব্র্যান্ডিং, সার্ভিস/প্রোডাক্ট তৈরী করা ও নেটওয়ার্কিং-ক্লায়েন্ট হান্টিং ইত্যাদি মূলত এই “দ্যা প্যাসিভ ফ্রিল্যান্সার ওয়ার্কশপ” কোর্সে হাতে-কলমে দেখানো হবে যেন আপনি একদম শূণ্য $0 থেকে $100 প্যাসিভ সেলস জেনেরেট করতে পারেন। এবং চা

What you'll learn:
  • ১. মার্কেট রিসার্চ:- ট্রেন্ডিং বেস্ট-সেলিং প্রোডাক্ট/সার্ভিস পেতে মার্কেট রিসার্চ ক্লাস।

  • 2. প্রোডাক্ট আইডিয়া:- নতুন নতুন নিশ/প্রোডাক্ট পেতে আইডিয়া জেনেরেট করতে শেখানো।

  • ৩. ভ্যালিডেশন:- আপনার প্রোডাক্ট ভ্যালিডেশন করণ যেন কম সময়ে হট-সেলিং হয়।

  • ৪. প্রোডাক্ট ক্রিয়েশন:- কিভাবে প্রোডাক্ট/ টেম্পলেট বিল্ড করবেন তার সঠিক প্রসেস জানবেন।

  • ৫. সেলিং প্রিপারেশন:- প্রোডাক্ট সেলিং To-dos ফলো করে আমরা সেলিং প্রেপারেশন নিবো।

  • ৬. প্রমোশনাল ডিজাইন:- হাই-কুয়ালিটি সেলস ডিজাইন তৈরি করতে শিখবেন এই ক্লাসে।

  • ৭. প্রোডাক্ট লিস্টিং:- Etsy ও Gumroad এ প্রোডাক্ট লিস্টিং করতে জানবেন বেস্টওয়ে তে।

  • ৮. সেলস:- প্রোডাক্ট সেলিং বেস্ট ফর্মুলা ব্যাবহার করে ক্লায়েন্ট আনতে জানবেন।

Course content
ChatGPTও No-Code টুলসগুলো বছরখানেক ধরে খুব তান্ডব চালাচ্ছে যা কোন প্রফেশনালই প্রেডিক্ট করতে পারেন নি! সকলের প্রাথমিক ধারনা ছিল Copywriting এর কাজগুলো হয়ত AI করতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে উল্টো যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সবথেকে জিনিয়াস সেক্টর Creativity & Artworksনিয়ে AI প্রায় সকলেরই চাকুরী/ ক্যারিয়ার কে ভয়াভহ ধাক্কা দিচ্ছে। 

Adobe Firefly, Microsoft Designer কিংবা Canva/Notionএর মতো প্রোডাক্ট বাজার দখল করে ফেলেছে। ফলে যা হবার তাই হচ্ছে, দিন দিন চাহিদা করছে ফ্রিল্যান্সার ডিজাইনারদের যা ভয়াভহ হবে আরও। ক্লায়েন্ট রা নিজেদের কাজ/ প্রজেক্ট AIকিংবা No-Code Tools দিয়েই করে ফেলবে ধীরে ধীরে। আমি নিজেও দেখেছি এমনটা, বেশ ভয়ানকভাবেই সকলকিছু আগাচ্ছে কিন্তু আশার কথা হলো, ইকোনমি দ্রুতই আপনার সামনে বিকল্প নিয়ে আসবে যা এবারও করেছে! 

হ্যা হ্যা! বলছি, বলছি! আরেক টা উদাহরণ দিয়ে নিই! গত ৫বছর যাবৎ লক্ষ করতেছি ডিজাইন টেমপ্লেট কিংবা মাইক্রোস্টকের চাহিদা দিনকে দিন কমছে কিংবা এভাবে বলা যায় দামও কমছে অর্থাৎ আপনার ইনকামও কমছে! খেয়াল করলেই দেখবেন, একটি সিভি/পোষ্টার আগে যেখানে $6 থেকে $20এ বিক্রি করা যেন এখন তা $0.1 কিংবা আরও কম দেয়া হয়। যা রিতিমত অপমানজনক। 

অনেকেই বিকল্প কি করবে তা বুঝে উঠতে পারছেন না। আমার এই পোষ্ট টি তাদের জন্যই! আগেই বলেছিলাম, চাহিদা ও যোগান সবক্ষেত্রেই প্রয়োগ হয় কিন্তু আমরা লক্ষ্য করিনি বিধায় জানিনা, এখনো আমরা বিজনেস কার্ড বা ফ্লায়ার ডিজাইন নিয়েই ক্যারিয়ার ভাবছি! যা রীতিমত ভয়ানক পর্যায়ে যাচ্ছে। কারণ, এই কাজগুলো No-code ও AI টুলসগুলো অনায়েসে করে ফেলছে!

0.00 / 5
0 Ratings
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0