Published - Sun, 12 Mar 2023
ডিজাইনারদের কিছু কিছু নিয়মকানুন মেনে ডিজাইন প্রজেক্ট তৈরী করতে হয় যেন ডিজাইন টি উদ্দেশ্য সফল হয় এবং এটেনশন পেতে পারে। ডিজাইন প্রিন্সিপলস একটি খুব গুরুত্বপূর্ণ স্টেজ যাতে রয়েছে ডিজাইন এম্ফাসিস, ব্যালেন্স ও এ্যালাইনমেন্ট, কনট্রাস্ট, ডিজাইন রিপিটিং, ডিজাইন প্রোপোর্শন, ডিজাইন মুভমেন্ট, হোয়াইটস্পেস, হাইরার্কি, ইউনাইটি ও টাইপোগ্রাফি।
ডিজাইন ও আর্টওয়ার্কের মাঝে একটি পার্থক্য আছে তা হলো ডিজাইনে অবশ্যই একটি উদ্দেশ্য থাকবে! ডিজাইন একটি স্ট্রিকট রুলস ও রেগুলেগন মেনে চলা প্রসেস কে বুঝায় যাতে ব্যালেন্স ও কন্টেন্ট স্টেবলিটি থাকে। একটি অগুছালো ও কম ব্যালেন্সড ডিজাইন কখনো ইফেক্টিভ প্রমোশন করতে পারে না যা ভিজুয়াল ডিজাইনের নিয়মের পরিপন্থি।
গ্রাফিক ডিজাইনে এক্সসেপশনাল প্রজেক্ট তৈরী করতে ডিজাইন প্রিন্সিপালের গুরুত্ব সবথেকে বেশি। নিম্নে তা ব্যাখা করা হলো:
1. Design Emphasis
Hi, I’m Yasin Arafat and I’m passionate about creating and sharing digital products that make a positive impact. I have founded 3+ startups
Sun, 12 Mar 2023
Write a public review